সিলেটের সমাচার ২৪ ডটকম এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটার মাধ্যমে পালিত


Sylheter samachar24 প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২২, ১২:৫৩ পূর্বাহ্ন /
সিলেটের সমাচার ২৪ ডটকম এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটার মাধ্যমে পালিত

মোঃ মিজান মিয়া দিরাই প্রতিনিধি। গত ৩১ শে অক্টোবর সোমবার বেলা ১ ঘটিকার সময দিরাই’য়ে সিলেটের সমাচার ২৪ ডটকম এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটার মাধ্যমে উদ্বোধন করা হয় পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেটের সমাচার 24 ডটকম এর সম্পাদক ও প্রকাশক, সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ দিরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃবদরুজ্জামান বদরুল এর সভাপতিত্বে ও সিলেটের সমাচার ২৪ ডটকম এর স্টাফ রিপোর্টার নাঈম তালুকদারের পরিচালনায়- আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর সভার মেয়র বিশ্বজিৎ রায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিকলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন আহমেদ, জাসদ দিরাই উপজেলা শাঁখার সাধারণ সম্পাদক কমরেড আমিনূল ইসলাম,[ছোটমিয়া] মানব চাহিদা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট কবি ও সাহিত্যিক   ফজলুল হক নোমান, বিশিষ্ট সাংবাদিক ও সাবেক কাউন্সিলর ইয়াহিয়া চৌধুরী, দিরাই সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম, দিরাই সরকারী কলেজের আই.সি.টি. বিভাগের প্রভাষক মিজানূর রহমান পারভেজ, দিরাই ডি.এস.এস. প্রি-ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা তরুণ সমাজসেবক শাহাজাহান সিরাজ, দৈনিক জনতার কন্ঠ অনলাইন পোর্টাল ও দিরাই ৭১টিভির প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক তরুণ সাংবাদিক জাকারিয়া হোসেন জুসেফ, সিলেটের সমাচার অনলাইন পোর্টাল ও এস.এস. টিভির সাহিত্য সম্পাদক আবুল হোসেন শরীফ, জীবন সূত্রধর, আমির হোসেন, আক্তার সাদিক, উমেদ আলী, ষ্টাফ রিপোর্টার জাহিদুর রহমান, মাহবুব আহমদ, ডাক্তার নাছির_উদ্দীন, মিজান মিয়া, শামীম আহমদ প্রমুখ।