হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকার একটি কলোনি থেকে রুদ্র জিৎ দে (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছুরতহাল রিপোর্ট তৈরি পর ময়নাতদন্তের জন্য মরদেহটি রবিবার দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রুদ্র জিৎ দে মৌলভীবাজার জেলার রাজনগর এলাকার কামাল চাকি গ্রামের রতিশাল দে’র ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আনিছুজ্জামান।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আনিছুজ্জামান জানান, অলিপুরে অবস্থিত একটি কোম্পানির পাশের একটি কলোনিতে রুদ্র জিৎ নামে ওই যুবক থাকতো। ৩ মাস আগে সে ওই কোম্পানির চাকরি ছেড়ে দেয়। সকালে তার রুমের দরজা বন্ধ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে দরজা খুলে ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে।
ওসি আরও জানান, ওই যুবকের মরদেহের পাশ থেকে ইয়াবাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত নেশার কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আপনার মতামত লিখুন :