সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কোহিনুর রহমান (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান তাকে গ্রেপ্তার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
শনিবার মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) জ্যোর্তিময় সরকারের নেতৃত্বে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামী কোহিনুর রহমানকে গ্রেপ্তার করা হয়। কোহিনুর মোল্লাগাও ইউনিয়নের খালপাড় এলাকার মৃতঃ আ. শহীদের পুত্র।
পুলিশ জানায়, দক্ষিণ সুরমা থানা এলাকায় বিভিন্ন নাশকতা মূলক কর্মকান্ডের জন্য কোহিনুরের বিরুদ্ধে ৩টি নিয়মিত মামলাসহ ৩টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
আপনার মতামত লিখুন :