বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১২


Harun Miah প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০১৯, ১২:০৩ অপরাহ্ন / ১৯
বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১২

হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে উমর আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত উমর আলী জেলার বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামের রাজা মিয়ার ছেলে। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামের সাবেক মেম্বার হারিছ মিয়ার সাথে একই গ্রামের উমর আলীর মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারীসহ অন্তত ১৩ জন আহত হন।

গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ  সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উমর আলীকে মৃত ঘোষণা করেন।

তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।