ক্যারিয়ারে মাত্র ছয়টি ছবি জমা পড়েছে তার ঝুলিতে।
অথচ এই ছয়টি ছবি দিয়েই আলোচনার শীর্ষে রয়েছেন তিনি।
সর্বশেষ তাকে ২০১৫ সালে দেখা গিয়েছিল। এরপর করি করি করেও আর অভিনয় করা হয়নি। অবশেষে আবারও রুপালি পর্দায় হাজির হতে চলেছেন এই চিত্রতারকা।
জ্বি, ওয়েলকামমোস্ট খ্যাত অভিনেতা অনন্ত জলিলের কথাই বলছি। ‘দিন : দ্য ডে’ শিরোনামের ছবি নিয়ে কাজ শুরু করেছেন এই তারকা।
ছবিটির শুটিং শুরু আগেই বেশ আলোচনায় চলে এসেছে। ছবিটিতে ঢাকাই ছবির কোন কোন অভিনেতাকে দেখা যেতে পারে তা নিয়ে চলছে তুমুল জল্পনা।
অনেকের মনেই প্রশ্ন জেগেছে, ঢাকাই ছবির জনপ্রিয় তারকা শাকিব খানের সঙ্গে অনন্ত জলিল কাজ করবেন কী!
শাকিব ও অনন্ত জলিলকে এক ছবিতে দেখতে চায় সিনেপ্রেমীরা।
ভক্তদের এমন কৌতুহলে যুগান্তরের পক্ষ থেকে অনন্ত জলিলকে প্রশ্ন করা হয়, শাকিব খানকে নিয়ে অনন্তর কাজ করার কোনো ইচ্ছা আছে কিনা?
জবাবে অনন্ত জলিল বলেন, অবশ্যই ইচ্ছা আছে।
এ মুহূর্তে শাকিব ঢাকাই ছবির সেরা নায়ক মন্তব্য করে অনন্ত জানান, শাকিব খান চাইলে তার সঙ্গে কাজ করতে কোনো বাধা নেই আমার।
তিনি বলেন, শাকিব এখন নিজেও প্রযোজক। দেশের জনপ্রিয় নায়ক। তার নিজস্ব দর্শকও আছে।
শাকিব খান থেকে সে ধরনের কোনো প্রস্তাব আসলে তা সাদরে গ্রহণ করবেন বলে জানান অনন্ত জলিল।
তিনি স্পষ্ট করে বলেন, শাকিব যদি মনে করে অনন্ত ভাইয়ের সঙ্গে মিলে ছবি বানাব তাতে তার সঙ্গে কাজ করতে কোনো আপত্তি নেই আমার।
ক্যারিয়ারের শুরুতে শাকিবের সঙ্গে তার দ্বন্দ্বের যে গুঞ্জন রটেছিল সে বিষয়ে অনন্ত বলেন, জনপ্রিয়তা থাকলে অনেকেই পেছনে কথা বলে। এসব তথ্য সঠিক নয়।
তিনি যোগ করেন, ব্যক্তিগতভাবে আমি শাকিবকে পছন্দ করি। ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে যে শাকিব এতদিন ধরে আগলে রেখেছে এজন্য তাকে আমি বিশেষ ধন্যবাদ জানাই।
আপনার মতামত লিখুন :