মন্ত্রীর নাতির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সারা


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০১৯, ১২:৪৪ অপরাহ্ন / ১২
মন্ত্রীর নাতির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সারা

‘কেদারনাথ’ ও ‘সিম্বা’তে অভিনয় করে বাজিমাত করেছেন সাইফ আলি খানের কন্যা সারা আলি খান। হালের সেনসেশন এই নায়িকাকে নিয়ে তাই যত মাথাব্যথার নেটিজেনদের। সারার মনে কোন পুরুষ বাসা বেঁধেছে, তা নিয়েও যেন জল্পনার শেষ নেই।

‘কফি উইথ করণ’ গিয়ে সারা বলেছিলেন, ‘পেয়ার কে পঞ্চনামা’ ছবির নায়ক কার্তিক আরিয়ানকে পছন্দ তাঁর। তাঁর সঙ্গেই ডেট করতে চান সুন্দরী। কিন্তু বাস্তবে সারার জীবনের আসল পুরুষটি কে- এই নিয়ে ভক্তদের কৌতুহল তুঙ্গে।

সম্প্রতি এক ম্যাগাজিনে সাক্ষাৎকারে সেই রহস্যই নিজে ফাঁস করেন সাইফ কন্যা। তিনি জানান, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুশীল কুমার শিন্দের নাতি বীর পাহাড়িয়ার সঙ্গে তার সম্পর্ক ছিল। কিন্ত সেই সম্পর্ক বেশি দিন টেকেনি।

এমনকী, সারার কথায়, বীরই একমাত্র পুরুষ, যাঁর সঙ্গে তিনি সম্পর্কে ছিলেন। এছাড়া আর কোনো বয়ফ্রেন্ড কোনো দিনই ছিল না তাঁর। সেই সম্পর্ক ভেঙে যাওয়ায় তিনি দুঃখ পেয়েছিলেন তিনি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখার অনেক আগেই এই সম্পর্কে জড়িয়েছিলেন সারা। ভেঙেও গিয়েছিল অভিনয় শুরুর আগেই।