এসএসসি পরীক্ষা: অসদুপায় অবলম্বনের দায়ে কুলাউড়ায় ছাত্রী বহিষ্কার


Harun Miah প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০১৯, ৩:৫৩ অপরাহ্ন / ১৩
এসএসসি পরীক্ষা: অসদুপায় অবলম্বনের দায়ে কুলাউড়ায় ছাত্রী বহিষ্কার

কুলাউড়ায় এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সুমাইয়া শারমীন শুভা নামে এক ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্র সচিব সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলাকালীন নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সুমাইয়া শারমীন শুভা নামে এক শিক্ষার্থী নকলের মাধ্যমে পরীক্ষা দিচ্ছিলো। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সাদিউর রহিম জাদীদ, কেন্দ্র সচিব আমির হোসেনসহ কেন্দ্র পরিদর্শকরা হলে গিয়ে নকল করতে দেখে ওই পরীক্ষার্থীকে বহিষ্কারাদেশ প্রদান করেন।

নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব আমির হোসেন বলেন, বহিষ্কারেদশপ্রাপ্ত সুমাইয়া শারমীন শুভা কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিউর রহিম জাদীদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।