হবিগঞ্জে দুই নারী মাদক বিক্রেতার কারাদন্ড


Harun Miah প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০১৯, ৫:০২ অপরাহ্ন / ১২
হবিগঞ্জে দুই নারী মাদক বিক্রেতার কারাদন্ড

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে গাঁজাসহ দুই নারী মাদক বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মল্লিকা দে  তাদেরকে এ দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- মাধবপুর উপজেলার ফতেহপুর গ্রামের মৃত সিদ্দিক মিয়ার স্ত্রী খোশ বানু এবং শায়েস্তাগঞ্জ উপজেলার সৈয়দপুর গ্রামের নওশাই মিয়ার স্ত্রী পরিস্কার বেগম।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমান জানান, রবিবার (৩ ফেব্রæয়ারি) দিবাগত রাতে উপজেলার শাহজী বাজার রেলস্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই নারীকে গাঁজাসহ আটক করা হয়। পরে সোমবার (৪ ফেব্রুয়ারি) তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত খোশ বানুকে এক মাস ও পরিস্কার বেগমকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত দুই নারী দীর্ঘদিন যাবত ওই এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরণের মাদক বিক্রি করে আসছিল। পরে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।