ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: সিলেটের ফেঞ্চুগঞ্জ সদর বাজারে অবৈধ দখলের অভিযোগ উঠছিল অনেক দিন ধরে। সোমবারে ফেঞ্চুগঞ্জ বাজারে অভিযান চালান ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক।
অভিযানে ফেঞ্চুগঞ্জ থানা রোড ও পূর্ববাজার রোডের অবৈধভাবে বাড়তি দোকানগুলো কে বিভিন্ন সংখ্যার জরিমানা আদায় করে দোকানের অবৈধ বাড়তি অংশ ভাঙ্গা হয়। এবং বিভিন্ন দোকানের সামনে মালামাল অপসারণ করা হয়। অভিযানে বেগতি দেখে কিছু দোকান মালিক সটকে পড়লে তাদের কে দোকানের বাড়তি অংশ ভাঙ্গার নির্দেশ প্রদান করা হয়।
দোকান অবৈধ বৃদ্ধি ও বাহিরে মালামাল দায়ে ৮টি দোকান ও একটি সিএনজি অটোরিকশা থেকে মোট ২৯৭০০ টাকা নগদ জরিমানা আদায় করা হয়। সেই সাথে কোন কাগজপত্র না থাকায় সিএনজি চালক নাইম আহমদ কে ৩ দিনের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এরকম অভিযানে ফেঞ্চুগঞ্জ বাজার দখলমুক্ত হবে এবং ক্রেতা বিক্রেতা ও পরিবহন সবাই উপকৃত হবে বলে মনে করেন সাধারণ ব্যবসায়ীরা।
আপনার মতামত লিখুন :