বাংলাদেশে আসছেন অ্যাঞ্জেলিনা জোলি


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৩, ২০১৯, ৫:২৮ অপরাহ্ন / ১২
বাংলাদেশে আসছেন অ্যাঞ্জেলিনা জোলি

হলিউডের বিখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বাংলাদেশ সফরে আসছেন। ইউএনএইচসিআরের বিশেষ দূত হিসেবে দায়িত্বরত জোলি মূলত রোহিঙ্গা নারীদের দুর্দশা স্বচক্ষে দেখতেই বাংলাদেশ সফর করবেন।

কূটনৈতিক সূত্র জানায়, সবকিছু ঠিক থাকলে চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই তিনি ঢাকায় আসবেন এবং কক্সবাজারে যাবেন। খবর:  ডেইলি সান।

২০১৭ সালে অ্যাঞ্জেলিনা জোলি তার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের ইচ্ছার কথা জানিয়েছিলেন। রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের মানবিকতারও প্রশংসা করেছিলেন জোলি। সেবছরে নভেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, যৌন নির্যাতনের শিকার রোহিঙ্গা নারীদের নিয়ে কাজ করতে আগ্রহী জোলি।

২০১৭ সালের ২৫ আগস্ট সন্ত্রাসবিরোধী অভিযানের নামে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা, ধর্ষণ, নির্যাতন শুরু করে দেশটির সেনাবাহিনী। জাতিসংঘের হিসাবে ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে সাড়ে সাত লাখ রোহিঙ্গা প্রাণ ভয়ে পালিয়ে বাংলাদেশে এসেছে।