৬০০ কোটি টাকার সম্পত্তি ফিরিয়ে দিলেন প্রীতি!


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০১৯, ৪:০৮ অপরাহ্ন / ৪৪
৬০০ কোটি টাকার সম্পত্তি ফিরিয়ে দিলেন প্রীতি!

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। অভিনয়ের পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ী। সেই প্রীতি এবার ফিরিয়ে দিলেন ৬০০ টাকার সম্পত্তি।

এই সম্পত্তি তিনি পেয়েছিলেন শানদার আম্রোলির সূত্রে। বলিউডের পরিচালক কামাল আম্রোলির ছেলে শানদার আম্রোলি প্রীতিকে নিজের মেয়ে বলেই দত্তক নিয়েছিলেন। তার মৃত্যুতে এই সম্পত্তির অধিকারী হন প্রীতি। কিন্তু সেই সম্পত্তি নিতে না করে দিলেন তিনি।

শুধুমাত্র অভিনেত্রী হিসেবে নয়, প্রীতি নিজেকে মেলে ধরেছেন আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব দলের মালিক হিসেবে। তাই অভিনয় থেকে ব্যবসা প্রীতির প্রতিভা অনেক। নিজের পরিশ্রমের ওপর বেশি ভরসা এই অভিনেত্রীর। আর সে কারণেই খুব অনায়াসে তিনি ৬০০ কোটির সম্পত্তি থেকে মুখ ফিরিয়ে নিতে পারলেন।