ইসির স্টিকারে ছাড় পাবে সাংবাদিকদের বাইক


প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০১৮, ৯:৩৬ পূর্বাহ্ন / ১৭
ইসির স্টিকারে ছাড় পাবে সাংবাদিকদের বাইক

৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিন দিন সাংবাদিকদের মোটরসাইকেল চালোনোর উপর নিষেধাজ্ঞা থাকলেও ইসির সাংবাদিক লিখা বিশেষ স্টিকারের মাধ্যমে এমন নিয়ম থেকে ছাড় পাবে সাংবাদিকদের মোটরসাইকেল।

এ বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনের সহকারী জনসংযোগ পরিচালক আশাদুল হক জানান,  “নির্বাচন কমিশনের দেওয়া ‘সাংবাদিক’ লেখা বিশেষ স্টিকারের মাধ্যমে সাংবাদিকরা ভোটের আগে পরে তিনদিন মোটরসাইকেল চালাতে পারবেন। এর ফলে প্রাথমিকভাবে আরোপিত নিষেধাজ্ঞা সাংবাদিকদের ক্ষেত্রে শিথিল করা হল।”

তিনি আরো জানান, “২৮ ডিসেম্বর রাত ১২টা থেকে ১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত বিশেষ স্টিকারবিহীন মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা বলবত থাকবে।”

প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে। ভোটের আগে-পরে কিছু যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, সংবাদপত্র বহনকারীসহ ‘জরুরি কাজে’ ব্যবহৃত যানবাহন এর বাইরে থাকবে।